রংপুরের গঙ্গাচড়া গজঘণ্টা ইউনিয়নে অ্যাসাইনমেন্টের খাতা ঠিক করে দেয়ার কথা বলে বাসায় ডেকে নিয়ে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (০২ অক্টোবর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার (০১ অক্টোবর) রাতে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি গঙ্গাচড়া উপজেলার গজঘণ্টা ইউনিয়নের জয়দেব কৈপাড়া গ্রামের মোফাল হোসেনের ছেলে হাবিলদার ইসলাম হাবিল। তিনি দীর্ঘ দিন ধরে প্রাইভেট শিক্ষক হিসেবে এলাকার ছেলে-মেয়েদের পড়িয়ে আসছিলেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, নবম শ্রেণির ভুক্তভোগী ছাত্রীকে প্রাইভেট পড়াতেন হাবিল। গত ১৩ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টার দিকে অ্যাসাইনমেন্টের খাতা ঠিক করে দেয়ার কথা বলে ভুক্তভোগী ছাত্রীকে নিজ বাড়িতে ডেকে নেন হাবিল। পরে বাসায় কেউ না থাকার সুযোগে তাকে ধর্ষণ করেন।
এদিকে এ ঘটনায় শুক্রবার (১ অক্টোবর) রাতে ভুক্তভোগী ছাত্রীর পরিবার থানায় অভিযোগ করেন। পরে পুলিশ অভিযোগের ভিত্তিতে হাবিলকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে।
গঙ্গাচড়া মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) শাহ্ নেওয়াজ জানান, ছাত্রীকে ধর্ষণের অভিযোগে হাবিলকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ শেষে ধর্ষণ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে নেয়া হয়। বিচারকের নির্দেশে আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।
জিএম