ঢাকাবৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

একদিনের ব্যবধানে মা-ছেলের মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৫ অক্টোবর ২০২১ , ০৪:০০ পিএম


loading/img
ফাইল ছবি

পারিবারিক কলহের জেরে সুনামগঞ্জের শাল্লায় দুই সন্তানসহ বিষপানে মা আখি আক্তারের (২৮) মৃত্যুর একদিন পর তার সন্তান রবিউল মিয়ার (৬) মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুরে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রবিউলের মৃত্যু হয়। 

বিজ্ঞাপন

আত্মহননকারী আখি আক্তার ও রবিউল মিয়া উপজেলা সদরের পার্শ্ববর্তী সুলতানপুর গ্রামের শামসুল হকের স্ত্রী ও সন্তান। মা-ছেলের মৃত্যুর ঘটনায় শামসুল হকের বাড়িতে শোকের ছায়া নেমেছে।
 
গতকাল সোমবার সকাল ৯টার দিকে সামছুল হকের বসতবাড়িতে বিষপানের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়দের ধারণা, পারিবারিক কলহের জেরে এই ঘটনা ঘটেছে।

শাল্লা থানার ওসি আমিনুল ইসলাম আরটিভি নিউজকে জানিয়েছেন, পারিবারিক কলহের জের ধরেই দুই শিশু সন্তানসহ নিজে ইঁদুর মারার বিষ খেয়েছিল আখি আক্তার। মায়ের মৃত্যুর পর ছোট সন্তানের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

এমআই /টিআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |