বরগুনার তালতলী হাটে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সব হারিয়েছেন এক গরু ব্যবসায়ী। তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে তালতলী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (১০ অক্টেবর) বিকেলে তালতলী গরু হাটের পাশের সড়কে এ ঘটনা ঘটে। তিনি উপজেলার বড়বগী ইউনিয়নের তুলাতলী গ্রামের মৃত গগন মোল্লার ছেলে মো. দুলাল মোল্লা (৪৫)
মো. দুলাল মোল্লা জানান, গরু এক হাট থেকে কিনে অন্য হাটে গিয়ে বিক্রি করে সংসার চালাতেন। প্রতি হাটের ন্যায় আজও তিনি গরু কেনার জন্য ৭৫ হাজার টাকা নিয়ে তালতলী বাজারে আসেন। এ সময় অজ্ঞান পার্টির সদস্যরা তাকে একটি গরু ক্রয় করে দিতে বলে। তিনি তাদের গরু দেখতে বলেন। একজন গরু দেখে আর অন্যজন তাকে নিয়ে চায়ের দোকানে গিয়ে চা খেতে দেয়। চা খেয়ে গরুর বাজারের পাশের সংযোগ সড়কে গরু নিয়ে আসার কথা বলে দাঁড়িয়ে থাকে। এরপর তার আর কিছু মনে নেই বলে জানান।
এ বিষয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান মিয়া জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল। এখন পর্যন্ত ওই ব্যবসায়ী হাসপাতালে রয়েছেন। তিনি অভিযোগ করলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।
পি/এসকে