ঢাকাশনিবার, ২৯ মার্চ ২০২৫, ১৫ চৈত্র ১৪৩১

চাকু ও হাসুয়া নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন তারা

বগুড়া প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ১৩ অক্টোবর ২০২১ , ০১:৫১ পিএম


loading/img
আটককৃত আসামিরা

বগুড়া শহরের জামিলনগর এলাকা থেকে ডাকাতির প্রস্তুতি নেয়ার সময় ৪ জনকে আটক করেছে র‌্যাব-১২। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (১২ অক্টোবর) রাত ১০টার দিকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, শহরের মালগ্রাম মধ্যপাড়ার আজিম শেখ (৪০), উত্তর চেলোপাড়া মানিক চন্দ্র সরকার (৩৫), একই এলাকার রাখাল শেখ (২৭) ও উত্তর চেলোপাড়া বটতলার সাগর মিয়া (৩৫)।

বিজ্ঞাপন

র‌্যাব জানায়, শহরের জামিলনগর এলাকার করতোয়া মাল্টিমিডিয়া স্কুল অ্যান্ড কলেজের সামনে কয়েকজন ডাকাতির প্রস্তুতির নিচ্ছে, এমন সংবাদ পাওয়া যায়। সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল সেখানে অভিযান পরিচালনা করে। অভিযানে ওই ৪ জনের কাছে থেকে ১টি হাসুয়া, ২টি চাকু, ১টি রশি এবং মোবাইল উদ্ধার করা হয়। 

র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার সোহরাব হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতদের সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

জিএম/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |