ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

বিষপানে তরুণ দম্পতির ‘আত্মহত্যা’

গাজীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ১৮ অক্টোবর ২০২১ , ০৭:০০ পিএম


loading/img

গাজীপুরের কাশিমপুরে একটি বাসায় স্বামী-স্ত্রী দুজন কিটনাশক খেয়ে আত্মহত্যা করেছে। সোমবার (১৮অক্টোবর) ভোরে অচেতন অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

তারা হলেন, নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার সবুজ মিয়ার মেয়ে তাসমিন আক্তার লিজা (২২) ও তার স্বামী নওগাঁ জেলার মান্দা উপজেলার ভোলাগাড়ি গ্রামের ফাসির উদ্দিন মণ্ডলের ছেলে ফিরোজ হোসেন মণ্ডল (২৫)।

ফিরোজ ও লিজাকে হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী মো. রান্টু জানান, তারা কাশিমপুর হাজী মার্কেট পুকুরপাড় এলাকায় জাহিদের বাড়িতে ভাড়া থাকতেন। গত রাতে তারা বাসাতেই ঘুমিয়ে ছিলেন। এমন সময় খবর পান লিজা ও তার স্বামী কিটনাশক পান করেছেন। তাদের দুজনকে দ্রুত সাভারের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি দেখে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।

বিজ্ঞাপন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, লিজা ও ফিরোজ স্থানীয় একটি পোশাক তৈরি কারখানায় কাজ করতেন। কিন্তু মাসখানেক আগে লিজা অসুস্থতার কারণে চাকরি ছেড়ে দেন। একবছর আগে প্রেমের সম্পর্কে তারা বিয়ে করেছিলেন।

জরুরি বিভাগের চিকিৎসকরা তাদের পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

ইজে/এমএন/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |