ঢাকাবৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

চোখে কাপড় বেঁধে অধ্যাপকের একাই প্রতিবাদ 

চট্টগ্রাম প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ১৮ অক্টোবর ২০২১ , ০৮:৫৭ পিএম


loading/img
ড. মো. আতিকুর রহমান

চোখে কালো কাপড় বেঁধে দেশজুড়ে হিন্দুদের ওপর হামলার প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আতিকুর রহমান।

বিজ্ঞাপন

সোমবার (১৮ অক্টোবর) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা ভাস্কর্যের সামনে দাঁড়িয়ে তিনি এ প্রতিবাদ জানান।

ড. আতিকুর রহমান আরটিভি নিউজকে বলেন, ব্যক্তিগত অবস্থান থেকে আমার এ প্রতিবাদ। গত কয়েকদিন ধরে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা, তাদের ঘরবাড়ি ও উপাসনালয়ে হামলার নিন্দা জানিয়ে আমি চোখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ করেছি। 

বিজ্ঞাপন

একইসঙ্গে যারা এদেশের নাগরিক, এদেশের স্বাধীনতা সংগ্রামে যাদের অবদান রয়েছে তাদের ওপর হামলাকারীদের শাস্তির আওতায় আনার দাবি জানাই সরকারের কাছে। 

এমআই/এসকে  

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |