ঢাকাশুক্রবার, ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

ফেসবুকে ধর্ম নিয়ে কটূক্তি, যুবক আটক

সুনামগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ২৩ অক্টোবর ২০২১ , ০৯:৩৬ পিএম


loading/img
ফাইল ছবি

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় ধর্ম নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটূক্তি করায় এক যুবককে আটক করেছে পুলিশ। 

বিজ্ঞাপন

শনিবার (২৩ অক্টোবর) বিকেলে স্থানীয় আমবাড়ি বাজার থেকে তাকে আটক করা হয়। 

আটককৃত যুবক উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের আমবাড়ি বাজারের বাসিন্দা কৃপাসিন্ধু রায়ের (ভানু) ছেলে কৌশিক রায় (১৮)। 

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিজস্ব ফেসবুক আইডি থেকে ধর্ম নিয়ে কটূক্তি করে সে। তাকে আটকের পর ডিবি পুলিশের হেফাজতে হস্তান্তর করা হয়। ঘটনার পর থেকে আমবাড়ি বাজারের শতভাগ দোকানপাট বন্ধ রয়েছে। 

দোয়ারাবাজার থানার ওসি দেবদুলাল ধর বলেন, আটককৃত কৌশিক রায়কে সুনামগঞ্জের ডিবি কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। 

জিএম/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |