ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় পূর্ববিরোধের জেরে রাস্তা না দেওয়ায় এক বৃদ্ধার মরদেহ দাহ করার জন্য পুকুরের ওপর দিয়ে পার করে শ্মশানে নিতে হয়েছে। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকালে উপজেলার তালশহর (পশ্চিম) ইউনিয়নের পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পশ্চিম পাড়ার বাসিন্দা হরিধন দাসের সঙ্গে দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল প্রতিবেশী পরিমল দাস ও হারাধন দাসের। হরিধন দাসের বাড়ি থেকে বের হওয়ার জন্য কোনো রাস্তা না থাকায় পাশের বাড়িগুলোর ওপর দিয়ে আসা-যাওয়া করতে হয়।
বৃহস্পতিবার ভোরে হরিধন দাসের বৃদ্ধা মা মনমোহিনী দাস (৯৫) পরলোক গমন করেন। কিন্তু মরদেহ দাহ করতে পরিমল দাস ও হারাধন দাসের বাড়ির ওপর দিয়ে শ্মশানে নিয়ে যেতে দেওয়া হয়নি। পরে বাধ্য হয়ে পুকুরের ওপর দিয়ে কোলে করে মরদেহ পার করে শ্মশানে নিয়ে যাওয়া হয়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
হরিধন দাসের ছেলে বিজয় দাস অভিযোগ করে আরটিভি নিউজকে জানিয়েছেন, হারাধন দাসের কাছে তার বাড়ির ওপর দিয়ে মরদেহ শ্মশানে মরদেহ নিয়ে যেতে অনুমতি আনতে গিয়ে ছিলাম। উপায় না পেয়ে পুকুরের পানির উপর দিয়ে মরদেহ শ্মশানে নিয়ে যেতে হয়েছে।
অভিযুক্ত হারাধন দাস আরটিভি নিউজকে বলেন, আমাদের হিন্দু সম্প্রদায়ের নিয়ম অনুযায়ী কার্তিক মাসে আমাদের শুধু সবজি খেতে হয়। যদি আমাদের বাড়ির ওপর দিয়ে কেউ মরদেহ নিয়ে যায়, তাহলে আমাদের হাড়ি-পাতিলসহ সবকিছু ফেলে দিতে হয়। নতুন করে এসব কিনতে হবে। তাই আমি মরদেহ নিয়ে যেতে নিষেধ করেছি।
এ ব্যাপারে আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান বলেন, ঘটনাটি স্থানীয়ভাবে কেউ আমাদের জানায়নি। এ বিষয়ে খোঁজ নিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এমআই/টিআই