ঢাকাবুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

পোস্টার লাগানোর নির্দেশনা না মানায় সাত ইউপি চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা

পঞ্চগড় প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ৩১ অক্টোবর ২০২১ , ০৯:২৮ এএম


loading/img
সাত ইউপি চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় সাতটি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১১ নভেম্বর। নির্বাচনকে অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ করতে উপজেলা প্রশাসন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের মাধ্যমে আচরণবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে কঠোরভাবে। 

বিজ্ঞাপন

এই উপলক্ষে গতকাল শনিবার (৩০ অক্টোবর) দিনব্যাপী উপজেলার কয়েকটি ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় সাতজন চেয়ারম্যান প্রার্থীকে তাদের পোস্টার লাগানোর আচরণবিধি ভঙ্গের দায়ে ৩৬ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহার নেতৃত্বে জেলা প্রশাসনের নির্বাহি ম্যাজিস্ট্রেট শেখ জাবের আহমেদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময়  তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছায়েম মিয়া, উপজেলা নির্বাচন অফিসার আলী হোসেনসহ সংশ্লিস্ট রিটার্নিং অফিসাররা উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার সদর ইউনিয়নের আওয়ামী লীগের দলীয় প্রার্থী মাসুদ করিম সিদ্দিকী (নৌকা), আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ইনছান আলী- (আনারস), শালবাহান ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা মতিয়ার রহমান- (চশমা), দেবনগড় ইউনিয়নের আওয়ামী লীগের দলীয় মনোনীত চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদ ডাবলু (নৌকা) একই ইউনিয়নের আ. লীগের বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী তরিকুল ইসলাম (আনারস) এবং স্বতন্ত্র প্রার্থী ইউনিয়ন বিএনপির সভাপতি মহসিন উল হক (মোটরসাইকেল)। এদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়াও শালবাহান ইউনিয়নের নৌকা মার্কার প্রার্থী আশরাফুল ইসলামকে ছয় হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বিজ্ঞাপন

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, আসন্ন ইউপি নির্বাচনের আচরণবিধিতে পোস্টার লাগানো বিষয়ে বেশ কিছু নির্দেশনা দেওয়া আছে। যেমন কারও দেওয়ালে পোস্টার লাগানো যাবে না, পোস্টারের মাপ অনুযায়ী সঠিকভাবে পোস্টার লাগানো, পোস্টার ঝুলিয়ে দিতে হবে, বিলবোর্ড লাগানো যাবে না। এইসব নির্দেশনা না মানার কারণে সাতজন চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তাদের ভবিষ্যতে সঠিক পরিমাপে সঠিক জায়গায় পোস্টার লাগানোর জন্য সতর্ক করা হয়। সেই সঙ্গে ইউপি নির্বাচনে অংশগ্রহনকারী সব প্রার্থীদের যথাযথভাবে আচরণবিধি মানতে সচেতন করা হবে।

এবিষয়ে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা ও জেলা প্রশাসনের  নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) তেঁতুলিয়া শেখ জাবের আহমেদ আরটিভি নিউজকে জানিয়েছেন, জেলা প্রাশাসক জহুরুল ইসলামের নির্দেশনায় ইউপি নির্বাচনের পরিবেশ স্বাভাবিক রাখতে জেলা প্রাশাসন উপজেলা প্রশাসন কাজ করে যাচ্ছে। আজকে শুধু জরিমানা করা হয়েছে। আগামীতে আচরণবিধি ভঙ্গকারী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আচরণবিধি ভঙ্গকারী কোন প্রার্থীকেই ছাড় দেওয়া হবে না। 

এমআই/টিআই 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |