ঢাকাবৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

বালুখালীতে সেপটিক ট্যাংকে পড়ে দুই রোহিঙ্গার মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ৩১ অক্টোবর ২০২১ , ০৬:০১ পিএম


loading/img
ফাইল ছবি

কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালীতে সেপটিক ট্যাংকে পড়ে দুই রোহিঙ্গার মৃত্যু হয়েছে। 

বিজ্ঞাপন

রোববার (৩১ অক্টোবর) বিকেলে ৮ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কামরান হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। 

নিহতরা হলেন, ক্যাম্প ৮-এর ‘বি-২৩’ ব্লকের নাজির হোসেনের ছেলে মো. সাদ্দাম (২৫) ও ক্যাম্প-১০ এর এইচ ২২-ব্লকের নুরুল আমি (২৭)।

বিজ্ঞাপন

এপিবিএন জানায়, রোববার (৩১ অক্টোবর) সকালে ক্যাম্প-৮-এর বি-২৩ ব্লকের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গেলে ওই ট্যাংকের ভেতরে পড়ে যান তারা। এ সময় তাদের উদ্ধার করতে গিয়ে কবির আহমেদ নামে আরও একজন আহত হয়েছেন।

অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কামরান হোসেন বলেন, ওয়ার্ল্ড ভিশনের এসব সেপটিক ট্যাংক পরিষ্কারের জন্য কয়েকজন রোহিঙ্গাকে শ্রমিক হিসেবে নিয়োগ করা হয়। পরে ২ জন সেপটিক ট্যাংক পরিষ্কার করার সময় ট্যাংকে পড়ে গেলে এ ঘটনা ঘটে।

জিএম/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |