ঢাকামঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

রেস্তোরাঁয় এসি বিস্ফোরণে দগ্ধ ২

আরটিভি নিউজ

রোববার, ৩১ অক্টোবর ২০২১ , ০৭:১৯ পিএম


loading/img

রাজধানীর দক্ষিণখানের আশকোনা কাঁচাবাজার এলাকায় একটি রেস্তোরাঁয় এসি বিস্ফোরণ হয়েছে। এতে দু’জন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

রোববার (৩১ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। খরব পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দুর্ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান চালান।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন গণমাধ্যমকে জানান, রোববার সকাল সাড়ে ১০টার দিকে ওই রেস্তোরাঁর এসি বিস্ফোরণ ঘটে।এসি বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি। তদন্তের পর বিস্তারিত জানানো হবে।

বিজ্ঞাপন

স্থানীয় বাসিন্দারা জানান, রোববার সকালে রেস্তোরাঁয় হঠাৎ করে বিকট শব্দে এসিতে বিস্ফোরণ ঘটে। অনেকে নিরাপদে সরে যেতে পারলেও দু’জন দগ্ধ হন। তাদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়।

এমএন/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |