দেশের ৯টি পৌরসভায় ভোটগ্রহণ চলছে। প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএমে) ভোট দিচ্ছেন এখানকার ভোটাররা। সারাদেশ থেকে আরটিভির প্রতিনিধিদের পাঠানো তথ্য।
৯ পৌরসভার ভোট : নরসিংদী জেলার ঘোড়াশাল, ব্রাহ্মণবাড়িয়ার কসবা, ফেনীর ছাগলনাইয়া, খাগড়াছড়ির রামগড়, বগুড়ার সোনাতলী, দিনাজপুরের ঘোড়াঘাট, নীলফামারীর ডোমার, নড়াইলের লোহাগড়া, কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ইভিএমে ভোট চলছে।
এর মধ্যে খাগড়াছড়ির রামগড় ও ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভায় মেয়র প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
বগুড়া
বগুড়ার সোনাতলা পৌরসভার নির্বাচনে ভোটগ্রহণ চলছে। মঙ্গলবার (২ নভেম্বর) সকাল ৯টায় পৌরসভার ১১টি ভোটকেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিকেল ৫টা পর্যন্ত একাটানা ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন পৌর এলাকার ১৯ হাজার ৫২৩ জন ভোটার।
নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ মনোনীত সাহিদুল বারী খান, বর্তমান মেয়র জাহাঙ্গীর আলম নান্নু এবং স্বতন্ত্র প্রার্থী এ কে এম শাকিল রেজা। সাধারণ কাউন্সিলর পদে ৪০ এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নরসিংদী
নরসিংদীর ঘোড়াশাল পৌর নির্বাচনে শান্তিপূর্ণ ভোটগ্রহণ শুরু হয়েছে। ইভিএমএ সকাল ৮টায় শুরু হওয়া ভোটগ্রহণ চলবে টানা বিকাল ৪টা পর্যন্ত। ভোটগ্রহণ শান্তিপূর্ণ করতে ইতোমধ্যেই সব কার্যক্রম সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।
নির্বাচনে মেয়র পদে নৌকা প্রতীক নিয়ে আল মুজাহিদ হোসেন তুষার, মোবাইল ফোন প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী (আ.লীগের বিদ্রোহী) তানজিরুল হক রনি এবং হাতপাখা প্রতীক নিয়ে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের ইকরাম হোসেনসহ তিন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া ১৬ জন সংরক্ষিত নারী কাউন্সিলর এবং ৫৩ জন সাধারণ কাউন্সিলর প্রার্থী অংশ নিয়েছে এই নির্বাচনে।
ফেনী
সপ্তম ধাপের ফেনীর ছাগলনাইয়া পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ পৌরসভার নির্বাচনে মেয়র পদে লড়ছেন দুজন। তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত এবং বর্তমান মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মোস্তফা এবং স্বতন্ত্র প্রার্থী নুর মোহাম্মদ জাকের হয়দার সুমন। জাকের হয়দার স্বতন্ত্র প্রার্থী হলেও তিনি ছাগলনাইয়া উপজেলা যুবলীগের সিনিয়র সদস্য, পৌর ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ও জাতীয় একটি দৈনিক পত্রিকার স্থানীয় প্রতিনিধি।
মেয়র পদে দলীয় প্রার্থী থাকলেও কাউন্সির পদে নেই কোনো দলীয় প্রার্থী। আর এ কারণেই তীব্র লড়াই জমবে এ পদে। ৯টি সাধারণ ওয়ার্ডে ৪১ জন ও তিনটি সংরক্ষিত মহিলা ওয়ার্ডে ১১ জন লড়বেন।
জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ নাছির উদ্দিন পাটোয়ারী জানান, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। মাঠে মোতায়েন থাকবে আইনশৃঙ্খলা বাহিনী। মোট ভোটার ৩৫ হাজার ৬৫৯ জন। এর মধ্যে পূরুষ ভোটার ১৮ হাজার ৬০৫ জন। মহিলা ১৭ হাজার ৫৪ জন। ভোট কেন্দ্র ১৩টি, কক্ষ ৯৩টি, অস্থায়ী কক্ষ চারটি।
নড়াইল
উৎসবমুখর পরিবেশে নড়াইলের লোহগড়া পৌরসভা নির্বাচনে এই প্রথমবারের মতো ইভিএম পদ্ধিতে ভোটগ্রহণ চলছে। মঙ্গলবার (২ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ চলবে। সকাল থেকে ভোটাররা তাদের ভোট প্রদানের জন্য স্ব স্ব কেন্দ্রে হাজির হন। সকালের দিকে ভোটারের উপস্থিতি কম থাকলেও বেলার বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি বাড়তে থাকে। ইভিএম পদ্ধিতে ভোট দিতে পারায় ভোটাররাও খুশি।
নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন, আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ সৈয়দ মশিয়ূর রহমান বর্তমান মেয়র মো. আশরাফুল আলম জগ প্রতীকে এবং বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির হাতুড়ি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ।
২০০৩ সালে গঠিত পৌরসভায় ভোটার রয়েছে ২৩ হাজার ৭৩৭ জন। এর মধ্যে নারী ভোটার ১২ হাজার ১৬০ এবং পুরুষ ১১ হাজার ৫৭৭ ভোটার। এবারের নির্বাচনে তিন মেয়র প্রার্থী ছাড়াও সংরক্ষিত ওয়ার্ডে ১২ নারী কাউন্সিলর প্রার্থী এবং সাধারণ ওয়ার্ডে ৪০ প্রার্থী লড়ছেন।
কিশোরগঞ্জ
কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ সকাল আটটা থেকে শুরু হয়েছে। পৌর এলাকার ১১টি কেন্দ্রে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। সকালে ভোটগ্রহণ শুরু হওয়ার আগে থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের সারিবদ্ধ উপস্থিতি দেখা গেছে। প্রতিটি কেন্দ্রেই শান্তিপূর্ণ ভোটদান চলছে।
পাকুন্দিয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে পাঁচজন এবং ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৩২ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলরের তিনটি পদের বিপরীতে আটজন লড়ছেন। পৌর এলাকার মোট ভোটার সংখ্যা ২৩ হাজার ১৪৪ জন। পুরুষ ভোটার ১১ হাজার ৩৩২ জন এবং মহিলা ভোটার ১১ হাজার ৮১২ জন।
এমআই/টিআই