ফরিদপুরের মধুখালী উপজেলায় প্রাইভেটচাপায় এক নারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন নিহতের স্বামী ও ৬ বছরের শিশুকন্যা।
বুধবার (৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে উপজেলার আলতু খান জুট মিলের পাশের সড়কে এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূর নাম সোহানা বেগম (২৬)। তিনি উপজেলার আড়কান্দী গ্রামের বাসিন্দা নিজাম মুন্সির (৩৭) স্ত্রী। এ ঘটনায় আহত হয়েছেন সোহানার স্বামী নিজাম মুন্সি ও ৬ বছরের শিশুকন্যা সোবা আক্তার।
জানা গেছে, স্বামী ও শিশুসন্তান নিয়ে ভ্যানে করে মধুখালী সদর থেকে নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন সোহানা। এ সময় অপরদিক থেকে আসা প্রাইভেট চাপাদিলে ঘটনাস্থলেই সোহানা মারা যান। আহতদের মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করেছে, এবং আহতদের হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
জিএম/এসকে