ঢাকাশনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

সাংবাদিকের বাড়িতে বোমাসদৃশ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ

পাবনা প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৪ নভেম্বর ২০২১ , ১১:৫৮ এএম


loading/img
ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ

পাবনার বেড়া উপজেলার রঘুনাথপুর গ্রামে এক সাংবাদিকের বাড়ির সামনে বোমাসদৃশ ৩টি বস্তু পাওয়া গেছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকালে ওই গ্রামের সাংবাদিক আখতারুজ্জামান আখতারের বাড়ির বাইরের রাস্তায় এসব বস্তু পাওয়া যায়। পরে এ সংবাদ পেয়ে ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ।

আখতারুজ্জামান আখতার দৈনিক যুগান্তর, চ্যানেল আইয়ের পাবনার স্টাফ করেসপন্ডেন্ট ও পাবনা প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি।

বিজ্ঞাপন

সাংবাদিক আখতারুজ্জামান আখতারের বড় ভাই শামসুর রাহমান মিয়া বলেন, সস্ত্রীক এ বাড়িতে থাকছেন তিনি। চার ভাই চাকরি সূত্রে ঢাকা, পাবনা ও রাজশাহীতে থাকেন। আমাদের সঙ্গে কারো কোনো বিরোধ নেই।

তিনি আরও বলেন, বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকালে আবুল কাশেম নামে এক প্রতিবেশী প্রথমে বাড়ির পাশে লাল স্কচটেপ মোড়ানো বোমাসদৃশ ৩টি বস্তু দেখেন। তার ডাকেই গেট খুলে ঘরের পাশে এসব দেখি। তাৎক্ষণিক পুরানভারেঙ্গা ইউপি চেয়ারম্যান এএম রফিকুল্লাসহ পুলিশকে জানাই।

ঘটনাস্থলে থাকা আমিনপুর থানার এএসআই মোহাম্মদ আলী জানান, বাড়ির গেটের পাশে রাখা বোমাসদৃশ বস্তু ৩টি কী তা বোঝা যাচ্ছে না। এ বিষয়ে বোমা ডিসপোজাল ইউনিট এলে জানা যাবে।

বিজ্ঞাপন

আমিনপুর থানার ওসি রওশন আলী জানান, এ ঘটনাটি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

জিএম/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |