ঢাকাশুক্রবার, ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

গোসলে দেরি, মার খেল ৬ মাদরাসাছাত্র

সাতক্ষীরা প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ০৫ নভেম্বর ২০২১ , ০৫:৫৯ পিএম


loading/img
ফাইল ছবি

মাদরাসা সুপারের হাতে মার খেয়ে আহত হয়েছে সাতক্ষীরা শহরের লস্করপাড়া পদ্মাপুকুর মাদরাসার ছয় ছাত্রকে। এসব শিশুছাত্র মার খাওয়ার পর ওই মাদরাসায় তারা আর পড়তে বা থাকতে চায় না। অভিভাবকের সঙ্গে তারা বাড়ি ফিরে যাওয়ার আবদার করেছে। 

বিজ্ঞাপন

আহত ছয় শিশুর মধ্যে যমজ দুই ভাই আবুল কালাম (৭) ও আবদুস সালামের (৭) নাম পাওয়া গেছে। তারা আশাশুনির বল্লভপুর গ্রামের রুহুল আমিনের ছেলে। আহত অন্যদের বাড়ি সাতক্ষীরা শহরের কাছাকাছি।

শিশু দুটির অভিভাবক মো. রুহুল আমিন আরটিভি নিউজের কাছে অভিযোগ করে জানিয়েছেন, আমার দুটি ছেলে এখানে আরবিতে পড়াশোনা করে। গতকাল বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে মাদরাসা সুপার আবু বকর সিদ্দীক তাদের মারধর করে। 

বিজ্ঞাপন

অভিযোগ, তারা গোসল করে ফিরতে পাঁচ মিনিট দেরি করেছিল। মার খাওয়ার পর শিশুগুলো তাদের পরিবারের কাছে খবর পাঠায়। আর শুক্রবার একদল অভিভাবক চলে আসেন মাদরাসায়। তারা এর প্রতিবাদ করেন এবং তাদের ছেলেকে এখানে আর পড়াবেন না বলে জানিয়ে দেন।

এ বিষয়ে কথা বলতে বারবার চেষ্টা করা হলেও মাদরাসা সুপার আবু বকর সিদ্দীককে মুঠোফোনে পাওয়া যায়নি। 

তবে পরিচালনা পরিষদের সদস্য আবু সিদ্দীক বিষয়টি স্বীকার করে আরটিভি নিউজকে জানিয়েছেন, একটু ঝামেলা হয়েছে। অভিভাবকরা শিশুদের ছাড়পত্র নিতে চলে এসেছেন।

বিজ্ঞাপন

এমআই/টিআই  
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |