ঢাকারোববার, ৩০ মার্চ ২০২৫, ১৬ চৈত্র ১৪৩১

সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুই কলেজছাত্রসহ গ্রেপ্তার ৪

কুমিল্লা প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ০৮ নভেম্বর ২০২১ , ০৮:৩৬ এএম


loading/img
গ্রেপ্তারকৃত আসামিরা

কুমিল্লায় স্বামী পরিত্যক্তা এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় দুই কলেজছাত্রসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৭ নভেম্বর) সন্ধ্যা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে দিনভর অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে জেলার সদর দক্ষিণ উপজেলার বাণমারা গ্রামের একটি বাড়িতে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃতরা হলেন, মুন্সীগঞ্জের গজারিয়া থানার হোসেনদী গ্রামের আক্তার হোসেনের ছেলে মেহেদী হাসান নীরব (১৯)। তিনি কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের ছাত্র। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার গন্ধমতী গ্রামের তাজুল ইসলামের ছেলে হৃদয় হোসেন (১৯)। তিনিও একই বর্ষের ছাত্র। একই উপজেলার সালমানপুর গ্রামের কামাল হোসেনের ছেলে বিল্লাল হোসেন (২১) ও গন্ধমতী গ্রামের সাবাস মিয়ার ছেলে ফয়সাল হোসেন (২৪)।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, পলিটেকনিকের ছাত্র মেহেদী হাসান নীরবের সঙ্গে পূর্বপরিচয়ের সূত্র ধরে শনিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় স্বামী পরিত্যক্তা ওই নারী (২৫) কোটবাড়ি জাদুঘর এলাকায় ঘুরতে আসেন। এ সময় ভুক্তভোগী নারীকে পার্শ্ববর্তী বাণমারা গ্রামের একটি ভাড়া বাড়িতে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে জোরপূর্বক মেহেদী হাসান নীরব, হৃদয় হোসেন, ফয়সাল হোসেন ও বিল্লাল হোসেন তাকে পালাক্রমে ধর্ষণ করে। 
এ ঘটনায় নারী বাদী হয়ে রোববার (৭ নভেম্বর) দুপুরে ওই চারজনের বিরুদ্ধে সদর দক্ষিণ মডেল থানায় মামলা দায়ের করেন। 
মামলার তদন্তকারী কর্মকর্তা সদর দক্ষিণ মডেল থানার অধীন কোটবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক রিয়াজ উদ্দিন চৌধুরী আরটিভি নিউজকে জানান, রোববার (৭ নভেম্বর) সন্ধ্যা পর্যন্ত দিনভর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে মেহেদী হাসান নীরব, হৃদয় হোসেন, ফয়সাল হোসেন ও বিল্লাল হোসেনকে গ্রেপ্তার করা হয়। 
তিনি আরও জানান, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভুক্তভোগী নারীর ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। আসামিদেরকে সোমবার (৮ নভেম্বর) আদালতে প্রেরণ করা হবে। 
জিএম/টিআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |