ঢাকাশনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

শিশু ধর্ষণচেষ্টায় বৃদ্ধের ৫ বছরের জেল 

রাজবাড়ী প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৯ নভেম্বর ২০২১ , ১০:৩৪ পিএম


loading/img
ফাইল ছবি

রাজবাড়ী সদর উপজেলায় শিশু ধর্ষণচেষ্টার দায়ে এক বৃদ্ধকে ৫ বছরের সশ্রম করাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় তাকে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৪ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৯ নভেম্বর) দুপুরে রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শারমিন নিগার এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি রাজবাড়ী সদর উপজেলার দ্বাদশী ইউনিয়নর পূর্ব পাকুরিকান্দা গ্রামের মৃত সিদ্দিক শেখের ছেলে মোকলেছ শেখ (৬০)।

বিজ্ঞাপন

ভুক্তভোগী শিশুটির মা জানান, ২০১৬ সালের ১৫ সেপ্টেম্বর দুপুরে মেয়েকে ডেকে নিয়ে মোকলেছ ধর্ষণচেষ্টা করে। এ সময় মেয়েটি অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে রাজবাড়ী ও ফরিদপুরের একাধিক চিকিৎসকের দেওয়া ওষুধ সেবন করিয়ে সুস্থ করা হয়।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট উমা সেন জানান, দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় প্রদান করছেন।

জিএম/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |