ঢাকাশুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

ভারতে ডিজেল পাচারের চেষ্টায় আটক ২

লালমনিরহাট প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ১৪ নভেম্বর ২০২১ , ০৪:৪১ পিএম


loading/img
আটককৃত ব্যক্তিরা

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে ভারতে পাচারের জন্য মজুত করা ৪২৬ লিটার ডিজেলসহ ২ জনকে আটক করেছে পুলিশ।

বিজ্ঞাপন

রোববার (১৪ নভেম্বর) দুপুরে তাদের লালমনিরহাট জেলহাজতে পাঠানো হয়। এর আগে একই দিন ভোর রাতে উপজেলার বুড়িমারী রেলস্টেশন এলাকা থেকে ডিজেলসহ ২ জনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, মুগলিবাড়ি এলাকার সিরাজুল ইসলামের ছেলে রাবিউল ইসলাম (৪০) ও আজির উদ্দিনের ছেলে জাবেদুল ইসলাম (৩৮)। 

বিজ্ঞাপন

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, ভারতে পাচারের উদ্দেশ্যে ওই এলাকায় ডিজেল মজুত করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৪২৬ লিটার ডিজেল জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে নিয়মিত একটি মামলা দায়ের করা হয়েছে।

জিএম/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |