জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রুকিন্দিপুর ইউনিয়নে ট্রেনে কাটা পড়ে সিরাজুল ইসলাম (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
রোববার (১৪ নভেম্বর) দুপুরে ওই ইউনিয়নের কানুপুর রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, রোববার (১৪ নভেম্বর) দুপুরে চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী রকেট মেইল ট্রেনটি কানুপুর রেল গেটে পৌঁছায়। ট্রেনটি রেলক্রসিং পার হওয়ার সময় সিরাজুল নামে ওই বৃদ্ধ ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
সান্তাহার রেলওয়ে (জিআরপি) থানার ওসি মো. সাকিউল আযম বলেন, সংবাদ পেয়ে জিআর পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। খুলনাগামী ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন তিনি। জিএম/এসকে