পরিমাপক যন্ত্র (রাডার) না থাকার কারণে পাবনা ঈশ্বরদী আবহাওয়া অফিস থেকে আবহাওয়ার ভবিষ্যৎ বার্তা দেওয়া সম্ভব হয় না। এতে এ অঞ্চলের মানুষের অনেক সময় প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হতে হয়।
ঈশ্বরদী আবহাওয়া অফিসের বেলুন প্রস্ততকারক কর্মকর্তা নাজমুল হক বিষয়টি নিশ্চিত করে আরটিভি নিউজকে জানান, ঈশ্বরদী আবহাওয়া অফিসে কোনো রাডার নেই। এ অফিস থেকে শুধু বর্তমান সময়ের আবহাওয়া, আজকের তাপমাত্রা, বাতাসের তাপমাত্রা, রোদ কতটুকু এবং সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রার বিষয়টি জানানো সম্ভব।
তিনি আরও জানান, কোন সময় কী পরিমাণ বৃষ্টি হলো, সেটা জানানো যায়। তবে ভবিষ্যৎ কোনো আবহাওয়া বার্তা জানানো সম্ভব নয়। এটা শুধু ঢাকা আবহাওয়া অফিস বলতে পারে।
জিএম/টিআই