নেত্রকোণার কেন্দুয়া উপজেলার নওপাড়া ইউনিয়নের পাচহার কোনাপাড়া গ্রামের সবজি বাগান থেকে ১৪ ফুট উচ্চতার একটি গাঁজা গাছ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৪ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে গাছটি উদ্ধার করা হয়। একই সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে বাগানের মালিক ওয়াসিম মিয়াকে। গ্রেপ্তারকৃত ব্যক্তি ওই গ্রামের মৃত এখলাছ মিয়ার ছেলে।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহ নেওয়াজ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে কোনাপাড়া গ্রামের ওয়াসিম মিয়ার বাড়িতে অভিযান চালানো হয়। তার বসতঘরের পাশের সবজি বাগানে লালশাক, পুঁইশাক, ডাটাশাক, টমেটোসহ বিভিন্ন গাছের সঙ্গে গাঁজা গাছ পাওয়া যায়।
পুলিশ জানায়, রোববার রাত সাড়ে ১০টার দিকে অভিযান চালিয়ে ওয়াসিমের বাড়ির পাশের সবজি বাগান থেকে গাঁজার গাছটি পাওয়া যায়। গাছটি প্রায় ১৪ ফুট লম্বা। ওজন প্রায় ২৫ কেজি। এটি থানায় নেয়া হয়েছে। ওসি বলেন, ওয়াসিম নিজে সেবন ও বিক্রির জন্য গাঁজা চাষ করেছিলেন। এ ঘটনায় উপপরিদর্শক (এসআই) তানভীর আহমেদ ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার নামে মামলা করেন। মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এই আইনের সর্বোচ্চ শাস্তি পাঁচ বছরের কারাদণ্ড।
এমআই/এসকে