ঢাকাবৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

সাড়ে ৫ ঘণ্টা বন্ধের পর নওগাঁয় বাস চলাচল শুরু

নওগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১ , ০৮:৫৫ এএম


loading/img
ফাইল ছবি

নওগাঁয় পুলিশ ও পরিবহন শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় সাড়ে ৫ ঘণ্টা আন্ত:জেলা বাস চলাচল বন্ধ থাকার পর রাত সাড়ে ১২টা থেকে পুনরায় বাস চলাচল শুরু হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকালে নওগাঁ বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (১৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নওগাঁ শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় পরিবহন শ্রমিক-পুলিশ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়। এ ঘটনায় আন্তঃজেলা বাস চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল জেলা মোটরশ্রমিক ইউনিয়ন। 

জানা গেছে, এ সংঘর্ষের সময় পুলিশের একটি ভ্যান ও একটি বাস ভাঙচুর এবং পুলিশ ও শ্রমিকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। এর পর জেলা রাত ১০টার দিকে জেলা পুলিশের সাথে জরুরি বৈঠকে বসে নওগাঁ মোটরশ্রমিক ইউনিয়নের নেতারা। মিটিং শেষে বুধবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে বাস চলাচল চালুর ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞাপন

এ বিষয়ে নওগাঁ বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম আরটিভি নিউজকে বলেন, বুধবার সন্ধ্যা ৭টা থেকে অনির্দিষ্টকালের জন্য আন্তঃজেলা বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছিল। পরে রাত সাড়ে ১২টা থেকে আবার পুনরায় বাস চালু শুরু হয়েছে। জেলা পুলিশের সঙ্গে আমরা জরুরি বৈঠকে বসেছিলাম। তার পর আমরা বিষয়টি সুরাহার জন্য উভয়পক্ষ সম্মতি দেয়। বর্তমানে বাস চলাচল সচল রয়েছে। 

জিএম/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |