ঢাকারোববার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

ডাস্টবিনে মৃত নবজাতক

চট্টগ্রাম সংবাদদাতা, আরটিভি নিউজ

শনিবার, ২০ নভেম্বর ২০২১ , ০৯:০৯ এএম


loading/img
ফাইল ছবি

জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন পেয়ে চট্টগ্রামের কোতোয়ালীর সার্সন রোডের ব্যাটারি গলির মুখে ডাস্টবিন থেকে মৃত নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (১৯ নভেম্বর) বেলা ১২টার দিকে ওই এলাকার ইছামতি ভবনের সামনে থাকা ডাস্টবিন থেকে নবজাতককে উদ্ধার করে পুলিশ।

বিজ্ঞাপন

 এ সময় পুলিশ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। যদিও এ নবজাতটি কোথা থেকে ডায়স্টবিনে এসেছে, তা জানা যায়নি। 

কোতোয়ালী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আকাশ মাহমুদ আরটিভি নিউজ বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। পরে ডাস্টবিন থেকে পরিত্যক্ত অবস্থায় নবজাতককে উদ্ধার করা হয়। কিন্তু এ নবজাতক কোথা থেকে এসেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। আশপাশে কোন সিসিটিভিও নেই, থাকলে হয়তো নিশ্চিত হওয়া যেত।

বিজ্ঞাপন

কোতোয়ালী থানার অফিসার ইনর্চাজ (ওসি) নেজাম উদ্দিন আরটিভি নিউজকে বলেন, নবজাতককে দাফনের জন্য আনজুমানে মফিদুল ইসলামকে দিয়ে দেয়া হয়েছে। বেওয়ারিশ হিসেবে দাফনের জন্য আনজুমান মফিদুলকে দেয়া হয়েছে। এছাড়া নবজাতকটি কোথা থেকে এসেছে, সেটিও তদন্ত করা হচ্ছে। 

এমআই 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |