ঢাকাবৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

বিদ্রোহী প্রার্থী হওয়ায় আ.লীগ থেকে বহিষ্কার জীবন 

মুন্সীগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ২১ নভেম্বর ২০২১ , ০৭:০৪ পিএম


loading/img
আক্তার উজ্জামান জীবন

দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় মুন্সীগঞ্জের চরকেওয়ার ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আক্তারউজ্জামান জীবনকে সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞাপন

রোববার (২১ নভেম্বর) দুপুরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ শেখ মো. লুৎফর রহমানের স্বাক্ষরিত চিঠিতে তাদের বহিষ্কার করা হয়। 
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ শেখ মো. লুৎফর রহমান আরটিভি নিউজকে জানান, আক্তারউজ্জামান জীবন বিদ্রোহী প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। দলের শৃঙ্খলা ভঙ্গের দায়ে গঠনতন্ত্রের ৪৭ ধারা মোতাবেক তাকে সাময়িক ভাবে বহিষ্কার করা হয়েছে। এবং কেন তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না চেয়ে আগামী ৭ দিনের মধ্যে কারণ দর্শানের নির্দেশ দেওয়া হয়। 

তিনি আরও জানান, দলীয় প্রার্থীর বিপক্ষে অবস্থান করে বিদ্রোহী প্রার্থীর পক্ষে নির্বাচন পরিচালনা করায় ওই ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মোক্তার হোসেন গাজী ও যুগ্ম-সম্পাদক গজনবিকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। 

বিজ্ঞাপন

জিএম/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |