ঢাকামঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

বাড়িতে বাবার লাশ, পরীক্ষাকেন্দ্রে মেয়ে

মৌলভীবাজার প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ২২ নভেম্বর ২০২১ , ১০:৩২ এএম


loading/img
রাজিয়া ইসলাম নিছা

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষা গ্রামে বাবার মরদেহ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষা দিয়েছে মেয়ে রাজিয়া ইসলাম নিছা। রোববার (২১ নভেম্বর) সকালে ওই গ্রামে এ ঘটনা ঘটে। 

বিজ্ঞাপন

রাজিয়া ইসলাম নিছা এবার কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের পতনঊষার উচ্চবিদ্যালয় ও কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে।

জানা গেছে, রোববার (২১ নভেম্বর) নিছার এসএসসি পরীক্ষার দ্বিতীয় দিন ছিল। এর মধ্যে তার বাবা হৃদরোগে আক্রান্ত হয়ে ভোরে সিলেট উইমেন্স হাসপাতালে মারা যান। মৃত্যুর পর বাবা হারা নিছা ভেঙে পড়লেও স্বজন ও শিক্ষকদের উৎসাহে সে রোববার (২১ নভেম্বর) সকালে উপজেলার কালী প্রসাদ উচ্চবিদ্যালয়ে পরীক্ষাকেন্দ্রে অংশগ্রহণ করে। 

বিজ্ঞাপন

কালী প্রসাদ উচ্চবিদ্যালয় কেন্দ্রের পরীক্ষা সচিব ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক সত্যেন্দ্র কুমার পাল বলেন, নিছা সবার সঙ্গে স্বাভাবিকভাবেই পরীক্ষা দিয়েছে। আমরা তার সার্বক্ষণিক খেয়াল রেখেছি।

পতনঊষার উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ফয়েজ আহমেদ জানান, নিছার বাবার মৃত্যুর খবর শুনে সকালে তার বাড়িতে গিয়ে সান্ত্বনা ও উৎসাহ দিয়েছি পরীক্ষা দেওয়ার জন্য।

জিএম/টিআই 
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |