ঢাকাশনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

যাত্রী সেজে চালককে খুন করে অটোরিকশা ছিনতাই

লক্ষ্মীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ২২ নভেম্বর ২০২১ , ১২:৪৫ পিএম


loading/img
ফাইল ছবি

লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বিজ্ঞাপন

 

সোমবার (২২ নভেম্বর) সকালে ওই ইউনিয়নের চরভূতা গ্রামের একটি খালপাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

বিজ্ঞাপন

 

নিহত ব্যক্তি পার্শ্ববর্তী তেওয়ারীগঞ্জ ইউনিয়নের শহরকসবা গ্রামের কৃষক আলাউদ্দিনের ছেলে মো. মোহন ওরফে সুজন (১৫)। তিনি অটোরিকশার চালক ছিলেন। তার অটোরিকশাটি পাওয়া যায়নি।

 

বিজ্ঞাপন

পুলিশ জানায়, সুজন রোববার (২১ নভেম্বর) সকালে অটোরিকশা নিয়ে বের হয়ে রাতে আর বাড়িতে ফেরেনি। এদিকে সোমবার (২২ নভেম্বর) সকালে খাল পাড়ে স্থানীয়রা সুজনের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। 

 

লক্ষ্মীপুর সদর (মডেল) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি হত্যাকাণ্ড। ছিনতাইকারীরা যাত্রী সেজে তাকে পরিকল্পিতভাবে হত্যা করতে পারে। নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

 

জিএম/টিআই 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |