ঢাকাবৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যু

সাভার প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ২২ নভেম্বর ২০২১ , ০৩:৩৯ পিএম


loading/img
ফাইল ছবি

ঢাকার সাভারের সিটি সেন্টারের সামনে দ্রুতগতির ব্যাটারিচালিত অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

সোমবার (২২ নভেম্বর) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ছাত্রী সাভারের ভাকুর্তা ইউনিয়নের চরতোলাতুলি গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে ফাতেমা আক্তার দীনা (১৮)। তিনি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে কৃষি ডিপ্লোমার দ্বিতীয় বছরের শিক্ষার্থী ছিলেন।

বিজ্ঞাপন

জানা গেছে, সোমবার (২২ নভেম্বর) দীনা সাভারের ভাকুর্তা থেকে কোনো এক বন্ধুর বাসার উদ্দেশে সাভারের রেডিও কলোনির দিকে যাচ্ছিলেন। এদিকে সাভার বাজার বাসস্ট্যান্ড থেকে একটি অটোরিকশা নিয়ে রেডিও কলোনি যাওয়ার পথে সিটি সেন্টারের সামনে গেলে ওড়না চাকার সঙ্গে পেঁচিয়ে যায়। এ সময় রিকশা থেকে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে এনাম মেডিকেলে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের ইনচার্জ ইউসুফ আলী বলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্রী দীনাকে আমাদের হাসপাতালে ১টা ৫ মিনিটে আনা হয়। তবে হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়।

জিএম/টিআই 
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |