ঢাকাবুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

১০০ টাকায় চাকরি পেয়ে আনন্দের শেষ নেই

টাঙ্গাইল (দক্ষিণ) প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ২৭ নভেম্বর ২০২১ , ১১:১০ এএম


loading/img
তরুণ-তরুণীদের অভিনন্দন জানিয়ে ফুলের শুভেচ্ছা

মেধা ও যোগ্যতার ভিত্তিতে ১০০ টাকা ব্যয়ে টাঙ্গাইলের ৭৫ জন তরুণ-তরুণী পুলিশ কনস্টেবল পদে চাকরি পেয়েছেন। গতকাল শুক্রবার (২৬ নভেম্বর) রাত ১২টায় জেলার পুলিশ লাইন্স অডিটোরিয়ামে জেলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার আরটিভি নিউজকে এ তথ্য নিশ্চিত করেন। এসময় সদ্য নিয়োগ পাওয়া তরুণ-তরুণীদের অভিনন্দন জানিয়ে ফুলের শুভেচ্ছা জানানো হয়।

বিজ্ঞাপন

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মুক্তিযুদ্ধে প্রথম প্রতিরোধকারী বাহিনী বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি অব্যাহত রাখতে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে গোয়েন্দা নজরদারি অব্যাহত রেখে শুধু মেধা এবং প্রয়োজনীয় যোগ্যতার ভিত্তিতেই এবারে পুলিশ কনস্টেবল নিয়োগ সম্পন্ন করা হয়েছে। এই নিয়োগের ক্ষেত্রে কোথাও যাতে কোনো আর্থিক লেনদেন বা অন্য কোনো অনিয়ম না হয় সে ব্যাপারে গোপন তৎপরতা অব্যাহত রেখেই কনস্টেবল নিয়োগে সুষ্ঠুভাবে যাচাই-বাছাই করা হয়েছে। ৭৫ জন নিয়োগপ্রাপ্ত কনস্টেবলের মধ্যে অধিকাংশ অতিদরিদ্র পরিবার থেকে এসেছে। এর মধ্যে ৬৪জন পুরুষ সদস্য ও ১১ জন নারী সদস্য নিয়োগ পেয়েছেন।

১৬ নভেম্বর থেকে পুলিশ কনস্টেবলের নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে লাইনে দাঁড়ায় জেলার ১২ উপজেলার ৩০০০ জন চাকরি প্রত্যাশী তরুণ-তরুণী। পরে শারীরিকভাবে যোগ্য ৪৯৭ জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়। এরপর মৌখিক পরীক্ষায় ১৬৯ জন  নির্বাচিত হয়। সে জায়গা থেকে ৭৫ জনকে চুড়ান্ত করা হয়েছে ।

বিজ্ঞাপন

এ সময় অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ইসরাত জাহান লুনা , অতিরিক্ত পুলিশ সুপার শরফুদ্দিন আহমেদ , অতিরিক্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম  (গাজীপুর ), সহকারী পুলিশ সুপার মূসা সহ বিভিন্ন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমআই 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |