ঢাকাবুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

মানসিক ভারসাম্যহীন নারীকে সংঘবদ্ধ ধর্ষণ

শেরপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ০৬ ডিসেম্বর ২০২১ , ০৯:৫৪ এএম


loading/img
আটককৃত আসামিরা

শেরপুর সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নে মানসিক ভারসাম্যহীন এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

বিজ্ঞাপন

রোববার (৫ ডিসেম্বর) রাত ১১টার দিকে ওই ইউনিয়নের মোকসেদপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় দুজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। এ ঘটনায় জড়িত আরও দুজন পালিয়ে গেছে বলে জানিয়েছেন তারা।

স্থানীয়রা জানান, গত কয়েক দিন ধরে অজ্ঞাতপরিচয় এক মানসিক ভারসাম্যহীন নারী শেরপুর সদরের মোকসেদপুর নন্দীর বাজারে ঘোরাফেরা করছিলেন। এদিকে রোববার (৫ ডিসেম্বর) রাতে ওই নারীকে জোর করে ধরে নিয়ে মোকসেদপুর খোলা মাঠে নিয়ে ধর্ষণ করেন চরমুচারিয়া ইউনিয়নের মাছপাড়ার হকার ফকির, পুরান পাড়ার আলম, নন্দীর পাড়ার জুয়েল ফকির ও পাকুড়িয়া ইউনিয়নের বরাটিয়ার হামেদ। এ সময় ভুক্তভোগী নারীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে ফকির ও হামেদকে আটক করে। অন্য দুজন পালিয়ে যান।

বিজ্ঞাপন

শেরপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. বন্দে আলী মিয়া বলেন, ভুক্তভোগী অজ্ঞাতপরিচয় মানসিক ভারসাম্যহীন নারী। তিনি কোনো কথাই বলতে পারছেন না। এ বিষয়ে আলাপ আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জিএম/টিআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |