ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

বাবু হত্যা মামলার ১৪ আসামি জেলে  

নাটোর প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৭ ডিসেম্বর ২০২১ , ০৩:৪৫ পিএম


loading/img
বাবু হত্যা মামলার ১৪ আসামি জেলে  

নাটোরের বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান সানাউল্লাহ নূর বাবু হত্যা মামলার চার্জশিটভুক্ত ১৪ আসামিকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (৭ ডিসেম্বর) সকালে এই আদেশ দেন বড়াইগ্রাম আমলি আদালতের বিচারক মেহেদী হাসান। 

বিজ্ঞাপন

এ মামলায় নতুন করে ১৪ জনকে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই ১৪ জন আসামি ৭ ডিসেম্বর মঙ্গলবার সকালে আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন। আদালত শুনানি শেষে তাদের নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

উল্লেখ্য, ২০১০ সালের ৮ অক্টোবর সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা সানাউল্লাহ নূর বাবুকে পিটিয়ে হত্যা করে সন্ত্রাসীরা।

বিজ্ঞাপন

এমআই/টিআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |