সুনামগঞ্জ জেলা প্রশাসন পরিচালিত বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান অটিস্টিক ও বুদ্ধিপ্রতিবন্ধী স্কুলের উদ্বোধনকালে কোনো মাওলানা না থাকায় নিজেই মোনাজাত ধরলেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকালে সুনামগঞ্জ পৌর শহরের জেলরোড এলাকায় ওই স্কুল উদ্বোধন করেন মন্ত্রী
মোনাজাতে এমএ মান্নান বলেন, হে আল্লাহ পৃথিবীর সকল মানুষকে তুমি ভালো রেখো। করোনাসহ বড় বড় রোগ থেকে রক্ষা করো। সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আমরা যেভাবে দিনরাত পরিশ্রম করছি সেটা সফল করো। আমিন।
এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন, অধ্যক্ষ শেরগুল আহমদ প্রমুখ।
জিএম/এসকে