ঢাকাশনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

রোকেয়া পদক পেলেন ৫ নারী

রাঙামাটি প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৯ ডিসেম্বর ২০২১ , ১১:০৭ পিএম


loading/img
রোকেয়া পদক পেলো ৫ নারী

‘নারী নির্যাতন বন্ধ করি, কমলা রঙের বিশ্ব গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটিতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন করা হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে রাঙামাটি মহিলাবিষয়ক অধিদপ্তরের উদ্যোগে ও জেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. মামুন।

আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলার নারী জাতির পদ প্রর্দশক বেগম রোকেয়া। আর এই মহীয়সী নারী সমাজের অগ্রগতির জন্য কাজ করে গেছেন। তাই নারী সমাজকে আর পেছনে তাকানোর কোনো সুযোগ নেই। সব বাধা বিপত্তি ডিঙিয়ে পুরুষের পাশাপাশি নারীদেরও এগিয়ে যেতে হবে। মহীয়সী নারী বেগম রোকেয়ার পদাঙ্ক অনুসরণ করে নারী সমাজকে এগিয়ে যেতে হবে। 

বিজ্ঞাপন

এ ছাড়াও প্রত্যেকের স্ব-স্ব অবস্থান থেকে নারী নির্যাতন প্রতিরোধের লক্ষ্যে কাজ করার আহ্বান জানানো হয়। সভা শেষে পাঁচজন জয়িতা নারীকে ক্রেস্ট প্রদান করা হয় এবং সংবর্ধিত করা হয়।

এমআই/টিআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |