ঢাকাবুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

টানা ১৬ দিনে চট্টগ্রামে মৃত্যু নেই

চট্টগ্রাম সংবাদদাতা, আরটিভি নিউজ

শুক্রবার, ১০ ডিসেম্বর ২০২১ , ১১:০৪ এএম


loading/img
ফাইল ছবি

চট্টগ্রামে নতুন করে আরও ৮ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে। ৮ জনই নগরের বাসিন্দা। 

বিজ্ঞাপন

গত বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত দৈনিক কোভিড আপডেট তথ্যে এসব জানা গেছে।  

এদিনও চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে কোনো রোগীর মৃত্যুর খবর পাওয়া যায়নি। এ নিয়ে টানা ১৬ দিন মৃত্যু শূন্য দিন পার করেছে চট্টগ্রাম।
 
তথ্য অনুসারে, চট্টগ্রামের সরকারি বেসরকারি ৯ টি ল্যাবে সর্বমোট ১ হাজার ৬৪২ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাতে ৮ জনের ফলাফল পজিটিভ আসে। এদের ৮ জনই বাসিন্দা। এ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা ১ লাখ ২ হাজার ৪৫৩ জনে এসে দাঁড়িয়েছে। আর মৃত্যু রোগীর সংখ্যা ১ হাজার ৩৩১ জনে এসে ঠাঁই নিয়েছে। 

বিজ্ঞাপন

এমআই 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |