গাজীপুরের কাপাসিয়ায় একটি কাঁঠাল গাছ থেকে এক কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১১ ডিসেম্বর) রাতে কাপাসিয়া থানার অফিসার (ওসি) এএফএম নাসিম এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন দুপুরে সদর উপজেলার দারুল উলুম মাদরাসার দক্ষিণ পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত কৃষক গাজীপুর জেলার বরুন গ্রামের মৃত আব্দুল আলীর ছেলে কেরামত আলী (৫৫)।
জানা গেছে, সদর ইউনিয়নের বরুন গ্রামের হতদরিদ্র কেরামত আলী ৩ মেয়ে ১ ছেলে সন্তানের জনক। তিনি স্থানীয়ভাবে কৃষি কাজ করতেন। স্বল্প আয়ে পরিবারের ব্যয়ভার বহন করা সম্ভব হচ্ছিল না। ফলে আশপাশের বিভিন্ন জনের নিকট থেকে টাকা ধার নিয়ে আর দিতে পারছিলেন না। সম্প্রতি পাওনাদারদের তাগাদায় তিনি পালিয়ে বেড়াচ্ছিলেন। মানুষের পাওনা টাকা পরিশোধ করতে না পেরে হতাশায় ভুগছিলেন তিনি।
এদিকে শনিবার (১১ ডিসেম্বর) ভোরে বাড়ি থেকে বের হয়ে দীর্ঘ সময় নিখোঁজ ছিল। দুপুরে তার বাড়ি থেকে প্রায় ৪ কিলোমিটার দূরে কাপাসিয়া দারুল উলুম মাদরাসার দক্ষিণ পাশে নির্জন স্থানের একটি কাঁঠাল গাছে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে তার স্বজনরা এসে মরদেহ শনাক্ত করে। পরে ঘটনাস্থল থেকে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।
কাপাসিয়া থানার অফিসার (ওসি) এএফএম নাসিম জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
জিএম