ঢাকাশুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ

নওগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ১৩ ডিসেম্বর ২০২১ , ০৫:২৪ পিএম


loading/img
ফাইল ছবি

নওগাঁর মান্দায় বিয়ের প্রলোভনে এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে শ্রী কৃষ্ণ চন্দ্র (১৯) নামের এক ট্রাক ড্রাইভারকে গ্রেপ্তার করে শ্রীঘরে পাঠিয়েছে মান্দা থানা পুলিশ। গ্রেপ্তারকৃত কৃষ্ণ চন্দ্র উপজেলার কালীগ্রাম গ্রামের সুখরঞ্জনের ছেলে। 

বিজ্ঞাপন

এজাহার ও থানা সূত্রে জানা গেছে, জেলার পত্নীতলা উপজেলার কলেজপড়ুয়া এক ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রলোভন দেখিয়ে গত শনিবার (১১ ডিসেম্বর) দিবাগত রাত ৮টার দিকে নিজ বাড়িতে নিয়ে আসা হয়। 

সেখানে তাকে বিয়ের প্রলোভনে জোরপূর্বক রাত ৯টার দিকে একাধিকবার ধর্ষণ করা হয়। এ সময় ভুক্তভোগী কলেজছাত্রী কৃষ্ণ চন্দ্রকে বিয়ের জন্য চাপ দিলে সে বিয়ে করবে না বলে টালবাহানা করতে থাকে। তারই একপর্যায়ে মেয়ের চিৎকারে স্থানীয়রা ছুটে এলে তাকে ফেলে এসময় সে কৌশলে বাড়ি থেকে পালিয়ে যায়। এ অবস্থায় ওই কলেজছাত্রী কোনো উপায় না পেয়ে থানায় এসে তার বিরুদ্ধে থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।

বিজ্ঞাপন

ঘটনার সত্যতা নিশ্চিত করে মান্দা থানার অফিসার ইনচার্জ শাহিনুর রহমান আরটিভি নিউজকে বলেন, ভুক্তভোগী কলেজ ছাত্রী নিজে বাদী হয়ে রোববার বিকেলে আসামির বিরুদ্ধে থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন। মামলাটি আমলে নিয়ে তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশ উপজেলার নুরুল্লাবাদ এলাকায় অভিযান চালিয়ে রোববার রাতে আসামিকে গ্রেপ্তার পূর্বক সোমবার আদালতে পাঠানো হয়েছে এবং ভিকটিমকে স্বাস্থ্য পরীক্ষার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

এমআই/টি 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |