সাভার পৌর এলাকার গেন্ডা মহল্লায় যৌতুক না পেয়ে শান্তা খাতুন (২১) নামের এক পোশাক শ্রমিককে সিগারেটের ছ্যাঁকা দিয়ে শরীরের বিভিন্ন অংশ পুড়িয়ে দিয়েছে স্বামী।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকালে ভুক্তভোগী সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এর আগে সোমবার (১৩ ডিসেম্বর) রাতে ওই মহল্লায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত স্বামী সাভারের গেন্ডা এলাকার নজরুল ইসলামের ছেলে জাহিরুল ইসলাম সাগর।
ভুক্তভোগী শান্তা জানান, পরিবারের অমতে ভালোবেসে বিয়ে করি সাগরকে। বিয়ের কিছুদিন পর থেকে সাগর যৌতুকের দাবিতে নির্যাতন শুরু করে। এদিকে সোমবার (১৩ ডিসেম্বর) রাতে যৌতুকের বিষয়টি মা-বাবাকে জানাতে বললে অস্বীকার করি। এ সময় ক্ষিপ্ত হয়ে মারধর এবং সিগারেটের আগুন দিয়ে শরীরের বিভিন্ন অংশে ছ্যাঁকা দেয়। একপর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলি। পরে জ্ঞান ফিরলে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি অবস্থায় দেখতে পাই।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সায়েমুল হুদা জানান, আজ সকালে ভুক্তভোগীকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সাভার মডেল থানার ইনচার্জ (ওসি) কাজী মাঈনুল ইসলাম বলেন, এ ঘটনায় এখনও অভিযোগ পায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জিএম/এসকে