ঢাকাশনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

নৌরুটে বাড়তি টাকা দিলে ভিআইপি পাস

মুন্সীগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ১৭ ডিসেম্বর ২০২১ , ০২:৪৩ পিএম


মুন্সীগঞ্জের শিমুলিয়া-বাংলাবাজার ও শিমুলিয়া-মাঝিকান্দি নৌরুটে ফেরি পারাপার হতে বাড়তি টাকা নেওয়ার অভিযোগ উঠেছে বিআইডব্লিউটি’র স্টাফদের বিরুদ্ধে। 

বিজ্ঞাপন

গাড়ি চালকদের অভিযোগ, বাড়তি টাকা দিলে ভিআইপি পাস পাওয়া যায়। তখন আর দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হয় না। মুন্সীগঞ্জের শিমুলিয়া-বাংলাবাজার এবং শিমুলিয়া-মাঝিকান্দি নৌরুটে টিকিটে নির্ধারিত ভাড়ার চেয়েও বাড়তি কিছু টাকা দিলেই পাওয়া যায় ভিআইপি পাস। এমন অভিযোগ দীর্ঘদিনের। ফেরি টিকিট কাউন্টারে গেলে পাওয়া যায় অভিযোগের সত্যতাও।

চালকরা জানান, ফেরি স্টাফদের সঙ্গে একটি চক্র অনেক দিন ধরেই টিকিটের বাইরে বাড়তি টাকা নিয়ে সিরিয়াল এগিয়ে দিয়ে আসছে। গাড়ির ধরন অনুযায়ী ৩০ টাকা থেকে ২০০ টাকা পর্যন্ত অতিরিক্ত টাকা দিয়ে কাউন্টার থেকে টিকিট নিলে থাকতে হয় না লাইনে। এসব অনিয়মের প্রতিবাদ করতে গেলে স্টাফদের হাতে প্রায়ই লাঞ্ছনার শিকারও হতে হয়।

বিজ্ঞাপন

বিআইডব্লিউটিসি'র কর্মকর্তা আজমল হোসেন জানান, এরকম কোনো অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। তবে এ ফেরি ঘাট দিয়ে স্বাভাবিক সময়ে প্রতিদিন ১২শ থেকে ১৩শ’ যানবাহন পার হয়। 

জিএম 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |