ঢাকাশনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

‘শেষটা সব ভালোর মধ্যে নিয়ে আসতে চাই’

চট্টগ্রাম সংবাদদাতা, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২১ ডিসেম্বর ২০২১ , ০৫:১১ পিএম


loading/img
ছবি: আরটিভি নিউজ

আগামী ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আমাদের নির্বাচন কমিশনের মেয়াদ আর মাত্র ৫৫ দিন। তার আগে আমরা আমাদের দায়িত্বটা ভালোভাবে সম্পন্ন করতে চাই। বাংলায় একটা প্রবাদ আছে- শেষ ভালো যার সব ভালো তার। আমরা এই শেষ ভালোটাকে সব ভালোর মধ্যে নিয়ে আসতে চাই বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) মাহবুব তালুকদার। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (২১ ডিসেম্বর) সকাল ১১টায় নগরীর সার্কিট হাউসে ইউপি নির্বাচন উপলক্ষে আয়োজিত নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, আজ সকালে আমি চট্টগ্রামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে নির্বাচনের চলমান অবস্থা নিয়ে মতবিনিময় করেছি। এখানে বিভাগীয় কমিশনার, ডিআইজি, সিএমপি কমিশনার, বিভিন্ন বাহিনীর প্রতিনিধিগণ, বিভিন্ন জেলার প্রশাসকগণ ও রিটানিং অফিসাররা তাদের অভিমত ব্যক্ত করেছেন। সুষ্ঠু-স্বাভাবিক ও সুন্দর এবং নিরপেক্ষ নির্বাচন করার ব্যাপারে আমাদের অসুবিধা কি কি এবং এ পর্যন্ত যা নির্বাচন হয়েছে তার চাইতে কীভাবে আরও ভালো নির্বাচন করা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আমার মনে হয় আজকে যে আলোচনা হয়েছে। এই আলোচনার মাধ্যমে আমরা সবাই উদ্বুদ্ধ হয়েছি। আগামীতে যে নির্বাচনগুলো হবে সেগুলো সুষ্ঠু এবং আইনানুগভাবে যাতে পরিচালনা করা যায় সে বিষয়ে আমরা সবাই একমত।

বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনের বিষয়ে এক প্রশ্নের জবাবে মাহবুব তালুকদার বলেন, একটা ট্রেন্ড দেখা যাচ্ছে- পত্রিকামতে ৩৬০ জন চেয়ারম্যান বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। প্রায় ১ হাজার ৬০০ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন। এটা একটা সংস্কৃতি গড়ে উঠেছে। আমাদেরকে নতুন করে চিন্তা করতে হবে। নির্বাচন প্রক্রিয়া পরিবর্তন করলে এই অবস্থা থেকে আমরা উদ্ধার পেতে পারি কি না। আগামীতে নির্বাচন কমিশনে যারা আসবেন তারা নিশ্চয়ই এগুলো ভেবে দেখবেন। কারণ একটা গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোতে এই যে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনেকে উৎসাহিত করা এটা সম্ভব নয়, সমীচীনও নয়।

সভায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনার এবিএম আজাদ, ডিআইজি আনোয়ার হোসেন, সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর, বিভিন্ন বাহিনীর প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন জেলার জেলা প্রশাসকবৃন্দ ও রিটানিং অফিসাররা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

জিএম/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |