ঢাকাশনিবার, ২৯ মার্চ ২০২৫, ১৫ চৈত্র ১৪৩১

অপশক্তির সঙ্গে সরকার গঠনকারীরা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি নয় : আমু

ঝালকাঠি প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২১ ডিসেম্বর ২০২১ , ০৫:৩৪ পিএম


loading/img
ছবি: আরটিভি নিউজ

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু বলেছেন, যারা মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করে। স্বাধীনতাবিরোধীদের নিয়ে যারা জোট করে। সরকার গঠন করে। তারা কোনভাবেই মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি হতে পারে না। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (২১ ডিসেম্বর) দুপুরে ঝালকাঠি শেখ রাসেল মিনি স্টেডিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উৎসবে জেলা আওয়ামী লীগ উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক জনসভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তিন বলেন, আওয়ামী লীগের নেতা-কর্মীরা আজ ঐক্যবদ্ধ। রাজনৈতিকভাবেই সব ষড়যন্ত্রের মোকাবিলা করে লক্ষে পৌঁছাতে হবে। 

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসবে বিশ্বের বিভিন্ন দেশ থেকে রাষ্ট্র প্রধানরা শুভেচ্ছা বাণী পাঠিয়েছেন। এই স্বীকৃত বিষয়টিকে এখনও যারা মিথ্যা করে বেড়াচ্ছেন। তারাও একদিন ইতিহাসের আস্তাকুড়ে যাবেন।

ছাত্রলীগ ও যুবলীগের উদ্দেশ্যে সাবেক শিল্পমন্ত্রী বলেন, মাদক সেবনকারীরা ছাত্রলীগ ও যুবলীগের কোনো পদ পাবে না। দলীয় পদে যারা আসবে তাদের সম্পর্কে আগে থেকেই তদন্ত করে দেখা হবে। এর পরেই পদ দেওয়া হবে।

জেলা আওয়ামী লীগ সভাপতি সরদার মো. শাহ আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, জেলা আওয়ামী লীগ সহসভাপতি ও উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান, জেলা আওয়ামী লীগ সদস্য ব্যারিস্টার সুমাইয়া হোসেন অদিতি, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হাফিজ আল মাহমুদ, জেলা ছাত্রলীগ সভাপতি আবদুল্লাহ আল মাসুদ প্রমুখ। 

বিজ্ঞাপন

জিএম/এসকে
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |