২০২২ সালের এসএসসি পরীক্ষার ৭০ ভাগ সিলেবাস কমানোর দাবিতে টাঙ্গাইলের পৌর উদ্যান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে টাঙ্গাইলের বিভিন্ন শহরের রাস্তা প্রদক্ষিণ করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশেকপুর বাইপাসে গিয়ে রাস্তা অবরোধ করে সাধারণ শিক্ষার্থীরা।
সেখানে প্রায় ১ ঘণ্টা অবস্থান করে। এতে করে মহাসড়কের দুই লেনে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলে অবস্থা নিয়ন্ত্রণে আনে।
শিক্ষার্থীরা আরটিভি নিউজকে বলেন, করোনার কারণে অনেক পিছিয়ে গেছি। ঠিকমতো ক্লাস করতে পারিনি। তাই সিলেবাস না কমালে পরীক্ষা ভালো হবে না।
তারা আরও বলেন, ক্লাস তো করতে পারিনি গত ২ বছর ধরে। তাহলে কেমন করে পরীক্ষা দিব। ১০০ ভাগ সিলেবাসে পরীক্ষা হবে আর আমাদের দাবি ৩০ ভাগ সিলেবাসে পরীক্ষা হলে পরীক্ষা ভালো হবে। তাই মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে দাবি ৩০ ভাগ সিলেবাসে যেন পরীক্ষা নেওয়া হয়।
টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ মীর মোশাররফ হোসেন আরটিভি নিউজকে বলেন, ৩০ ভাগ সিলেবাসের দাবিতে ১২টা থেকে প্রায় ১ ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। পরে তাদের সঙ্গে কথা বলে নিয়ন্ত্রণে আনা হয়েছে।
এমআই/টিআই