নারায়ণগঞ্জে বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে মানহানি মামলার আবেদন করেছেন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য আকরাম হোসেন বাদল। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকালে নারায়ণগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতের ‘খ’ অঞ্চলে এই মামলার আবেদন করা হয়।
মামলার বাদীর পক্ষে আইনজীবী হিসেবে জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নুরুল হুদা আদালতে মামলার আবেদন দাখিল করেন।
আরটিভি নিউজকে বিষয়টি নিশ্চিত করে নুরুল হুদা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জড়িয়ে কটুক্তি ও আপত্তিকর মন্তব্য করেছেন। এই বক্তব্যের কারণে বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে মানহানির অভিযোগে দন্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলার আবেদন করা হয়েছে। মামলার বিষয়টি আদালত বিবেচনায় রেখেছেন। এই বিষয়ে এখনও কোনো আদেশ দেননি।
এমআই