ঢাকাবুধবার, ১৩ আগস্ট ২০২৫, ২৯ শ্রাবণ ১৪৩২

নির্বাচনে জয়ী হয়ে পরাজিত প্রার্থীর ওপর হামলা, আহত ৬

শরীয়তপুর প্রতিনিধি: আরটিভি নিউজ

সোমবার, ২৭ ডিসেম্বর ২০২১ , ০৪:৪০ পিএম


loading/img

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ডিএমখালি ইউনিয়ন পরিষদের নির্বাচনে বিজয়ী হয়ে পরাজিত প্রার্থীর পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ হামলায় ৬ জন আহত হয়েছেন। রোববার (২৬ ডিসেম্বর) রাতে ইউপির ৬ নম্বর ওয়ার্ডের চরচান্দা বাজারে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

ঘটনায় জড়িত থাকার অভিযোগটি ওঠে ইউপির ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের বিজয়ী প্রার্থী ডলি বেগম ও তার কর্মী-সমর্থকদের ওপর।

স্থানীয় সূত্র জানায়, ২৬ ডিসেম্বর ডিএমখালি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে সংরক্ষিত মহিলা সদস্য পদে নির্বাচিত হন ডলি বেগম (তালগাছ)। তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করেন ছালেহা বেগম (মাইক)।

বিজ্ঞাপন

এ নিয়ে ২৬ ডিসেম্বর রাতে বিজয়ী প্রার্থী ডলি বেগম, তার সমর্থকরা ছালেহা বেগম ও তার পরিবারের লোকজনের ওপর হামলা চালায়। এ ঘটনায় প্রার্থী ছালেহা বেগম (৫০), তার স্বামী সফি পাজুরি (৫০), ছেলে তানিম পাজুরি (২৫), তৌহিদ পাজুরি (২২), মেয়ে তন্বী আক্তার (২৬), মেয়ের জামাই একরামুল হক মিঠু (২৬) আহত হয়েছেন। আহতদের ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ঢাকাতে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহত ছালেহা বেগম বলেন, আমার প্রতিদ্বন্দ্বী তালগাছ মার্কার ডলি বেগম, তার স্বামী আজাহার মুন্সিসহ সেলিম মুন্সি, দিলু লাকুরিয়া, মানিক, বাচ্চু মুন্সি, শাকিল, ডালিম, আরও ১০-১২ জন আমাদের ওপর হামলা চালিয়ে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে আমাদের ছয়জনকে আহত করেছে। আর মেয়ের স্বামী একরামুল হক মিঠুর অবস্থা খুবই খারাপ। আমি এই হামলার বিচার চাই।

বিজ্ঞাপন

এ বিষয়ে বিজয়ী প্রার্থী ডলি বেগমের সঙ্গে যোগাযোগ করতে চাইলে তাকে পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান হাওলাদার বলেন, এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

এমএন/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |