ঢাকামঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

৭০০ পাখি ফিরে পেল নতুন জীবন

বাগেরহাট প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ০২ জানুয়ারি ২০২২ , ০৯:৩১ পিএম


loading/img
ছবি: আরটিভি নিউজ

বাগেরহাটের মোল্লাহাটে শিকারিদের কবল থেকে উদ্ধার করে ৭ শতাধিক শালিক পাখি অবমুক্ত করেছে পুলিশ। 

বিজ্ঞাপন

রোববার (২ জানুয়ারি ) দুপুরে মোল্লাহাট থানা চত্বরে দুই শ’ ও উপজেলার রাজপাট এলাকার কাকা মিয়ার বাড়ি এলাকায় ৫ শতাধিক শালিক পাখি অবমুক্ত করা হয়।

এ সময় মোল্লাহাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাশ, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি শহীদ মেহফুজ রচা, ওসি (তদন্ত) মো. মিজানুর রহমান শেখ, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম, ইউপি সদস্য হাদী ফরাজী প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে গভীর রাতে মোল্লাহাট উপজেলার রাজপাট এলাকায় থানা পুলিশ অভিযান চালিয়ে কাকা মিয়ার বাড়ি থেকে ৭ শতাধিক শালিক পাখি উদ্ধার করে মোল্লাহাট থানা পুলিশ। এ সময় পাখি শিকার কাজে ব্যবহৃত জাল জব্দ করা গেলেও শিকারি পালিয়ে যায়।

বিজ্ঞাপন

মোল্লাহাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার রাজপাট এলাকার কাকা মিয়ার বাড়ি থেকে ৭ শতাধিক শালিক পাখিসহ শিকার কাজে ব্যবহৃত জাল জব্দ করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে শিকারি পালিয়ে যায়। 

জিএম/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |