বান্দরবানের লামা উপজেলার রুপসীপাড়া ইউনিয়নে আলোচিত প্রবাসীর অন্তঃসত্ত্বা স্ত্রীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত প্রধান আসামি জয়নাল আবেদীনকে (৩৩) গ্রেপ্তার করেছে র্যাব।
রোববার (২ জানুয়ারি) সন্ধ্যা ৭টার ওই ইউনিয়নের মাস্টারপাড়া নামক স্থানের পাহাড়ি জঙ্গল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, গত ২২ ডিসেম্বর রুপসীপাড়া ইউনিয়নের বৈদ্যভিটা এলাকায় দুই শিশুসন্তানকে ঘরে আটকে রেখে প্রবাসীর অন্তঃসত্ত্বা স্ত্রীকে বেঁধে ধর্ষণ করে দুর্বৃত্তরা। পরে এ ঘটনায় ভুক্তভোগী নারী জয়নালসহ দুজনকে আসামি করে লামা থানায় একটি ধর্ষণ মামলা করে।
র্যাব ১৫ -এর জ্যেষ্ঠ সরকারি পরিচালক এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী জানান, এ ঘটনার পর র্যাব বিষয়টি নিয়ে অভিযানে নামে। পরে কৌশলে রুপসীপাড়া ইউনিয়নের পাহাড়ি এলাকায় আত্মগোপনে থাকা অভিযুক্ত প্রধান আসামি জয়নালকে গ্রেপ্তার করা হয়।
জিএম /এসকে