ঢাকাবুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

বিদ্যুতের আগুনে পুড়ে কলেজছাত্রের মৃত্যু

টাঙ্গাইল (উত্তর) প্রতিনিধি: আরটিভি নিউজ

সোমবার, ০৩ জানুয়ারি ২০২২ , ১০:২১ পিএম


loading/img
নিহত সোহাগ

টাঙ্গাইলের ভূঞাপুরে বিদ্যুতের আগুনে পুড়ে সোহাগ (২০) নামের এক কলেজশিক্ষার্থী নিহত হয়েছে। নিহত সোহাগ মিয়া ভূঞাপুর ইবরাহীম খাঁ সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের বাংলা বিভাগের শিক্ষার্থী এবং স্থানীয় রনি কম্পিউটার ট্রেনিং সেন্টারে অপারেটর হিসেবে কাজ করতো।

বিজ্ঞাপন

সে জামালপুর সদর উপজেলার কাস্টসিংগা গ্রামের আয়নাল হকের ছেলে। সোমবার (৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভূঞাপুর কেন্দ্রীয় মসজিদ মার্কেটের তৃতীয় তলায় এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, কাজ করার জন্য সোহাগ মসজিদ মার্কেটের তৃতীয়তলার একটি রুম থেকে স্টিলের মই আনতে গিয়ে (১১ কেভি) তারের সাথে জড়িয়ে পড়ে। এতে মুহূর্তেই বিদ্যুতের আগুনে শরীর পুড়ে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

বিজ্ঞাপন

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) আব্দুল ওহাব বলেন, মসজিদ মার্কেটের একটি কক্ষ থেকে স্টিলের মই আনতে গিয়ে বিদ্যুতের তার থেকে আগুন লাগে।

পরে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বিদ্যুতের আগুনে ওই শিক্ষার্থী ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এমএন/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |