নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বলেছেন, ২০১১ সালের নির্বাচনে বিএনপি সরে গিয়েছিল, আমি সরিনি। তখন দলীয় সমর্থনে প্রার্থী হয়েছিলাম বলে দলের নির্দেশ মানতে হয়েছে। এখন আর সে অবস্থা নেই।
মঙ্গলবার (৪ জানুয়ারি) নির্বাচনী প্রচারণায় বের হয়ে এসব মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, দল আমাকে বসে যেতে বলতে পারে না বলেই প্রত্যাহার করে নিয়েছে। আমি যদি এখন বসে যাই, তবে জনগণ কবরে গিয়েও আমার বিচার করবে। তবে বিএনপির পদ না থাকায় এখন আওয়ামী লীগ সমর্থকদের ভোটও পাব।
সিদ্ধিরগঞ্জের সাইলো এলাকায় প্রচারণা শেষে তিনি আরও বলেন, দল পদ থেকে আমাকে প্রত্যাহার করে নিলেও বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা আমার পাশে আছেন। ধানের শীষ মার্কা না থাকলেও আমার চেহারাই ধানের শীষ।
উল্লেখ্য, গত রোববার এক চিঠিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টার পদ থেকে তৈমূর আলমের নাম প্রত্যাহার করে নেওয়া হয়। এর আগে নারায়ণগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক পদ থেকেও দল তাকে অব্যাহতি দেয়।
জিএম/এসকে