ঢাকাবৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

নির্বাচনে হেরে হামলা, আহত ৫

মুন্সীগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৬ জানুয়ারি ২০২২ , ০২:২৫ পিএম


loading/img
ফাইল ছবি

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় নির্বাচন পরবর্তী সহিংসতায় প্রায় ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার টেংগারচর ইউনিয়নে এ ঘটনা ঘটে। তাদের মধ্যে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতরা হলেন, শাহ আলম, মিজানুর রহমান, বারেক মিয়াজী, দুলাল মিয়া, রূপা বেগম। তারা স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এখলাসুর রহমানের সমর্থক বলে জানা গেছে।

বিজ্ঞাপন

এখলাসুর রহমানের দাবি, নির্বাচনে হেরে গিয়ে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান এসএম সালাউদ্দিন মাস্টারের সমর্থকরা এ হামলা চালিয়েছে।

এখলাসুর রহমান জানান, টেংগারচর ইউনিয়ন থেকে নির্বাচনে তিনি এবং সালাউদ্দিন মাস্টার উভয়ে হেরেছেন। তবে নির্বাচনে হারার কারণ হিসেবে সালাউদ্দিন মাস্টারের সর্মথকরা তাকে দায়ী করে আসছে।

তিনি বলেন, ফলাফল ঘোষণার পর তারা বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়েছিল। (বৃহস্পতিবার) সকাল ৬টার দিকে সালাউদ্দিন মাস্টারের উপস্থিতিতে তার কয়েক শ সমর্থক আমার বাড়িতে হামলা চালায়। এ সময় তার বাড়িসহ তার অন্তত নয় সমর্থকের বাড়ি-ঘরে ভাঙচুর ও লুটপাট চালানো হয় বলে দাবি করেন।

বিজ্ঞাপন

নির্বাচনের কাজে ব্যবহৃত আমার দুটি প্রাইভেটকার এবং একটি মাইক্রোবাসে ভাঙচুর চালায় হামলাকারীরা। এ সময় তাদের হামলায় আমার ৫জন সমর্থক আহত হন।

আহতদের মধ্যে শাহ আলম এবং মিজানুর রহমানকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রইছ উদ্দিন বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান এসএম সালাউদ্দিন মাস্টারসহ বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।

জিএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |