ঢাকাবৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

পুলিশের হেলমেটের আঘাতে আইনজীবী আহত

স্টাফ রিপোর্টার ( চাঁদপুর), আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৮ জানুয়ারি ২০২২ , ০৫:৫৮ পিএম


loading/img
আহত আইনজীবী অ্যাডঃ আবদুল্লাহ হিল বাকী

চাঁদপুর শহরে পুলিশের একজন এএসআইয়ের মাথার হেলমেটের আঘাতে একজন আইনজীবী  আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে ওই আইনজীবীকে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

গত সোমবার (১৭ জানুয়ারি) দুপুরে শহরের বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। 

খবর নিয়ে জানা গেছে, আহত আইনজীবীর নাম অ্যাড. আবদুল্লাহ হিল বাকী। তিনি চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সহ-সভাপতি এবং ওই পুলিশ ছিলেন চাঁদপুর সদর মডেল থানার এএসআই হিমন।

বিজ্ঞাপন

ঘটনা প্রসঙ্গে চাঁদপুর সদর মডেল থানার এএসআই হিমন আরটিভি নিউজকে জানিয়েছেন, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত এবং ভুল হয়েছে। আমার হেলমেটটি মাথা থেকে খুলতে গেলে ওই আইনজীবীর মাথায় ভুলবশত লেগে যায়। এতে তিনি সামান্য আহত হন। আমি এ ঘটনায় সম্পূর্ণ অনুতপ্ত।

ঘটনা প্রসঙ্গে আহত আইনজীবী অ্যাড. আবদুল্লাহ হিল বাকী সাংবাদিকদের বলেন, আমি কোর্ট থেকে কাজ শেষে ফেরার পথে দেখলাম ওই পুলিশ ২ জন সাধারণ লোককে পেটাচ্ছেন। আমি তখন লোকগুলোকে পেটানোর কারণ জানতে চাইলে কোনো কিছু বুঝে ওঠার আগেই তিনি তার হেলমেট দিয়ে আমার মাথা ফাটিয়ে দেন। আমি তখন ইউনিফর্ম পরা ছিলাম। 

এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ওসি আবদুর রশীদ বলেন, আইনজীবী পেটানোর বিষয়টি সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত এবং ভুল হয়েছে। আমরা আইনজীবী সমিতির সঙ্গে আলোচনা করে বিষয়টি দেখছি।

বিজ্ঞাপন

এদিকে আইনজীবীর চিকিৎসা প্রসঙ্গে চাঁদপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মিজানুর রহমান বলেন, আমরা আপাতত ১২ ঘণ্টা পর্যন্ত ওই আইনজীবীকে হাসপাতালে পর্যবেক্ষণে রেখেছি। তার মাথায় ৩টি সেলাই দেওয়া হয়েছে। নির্ধারিত সময় অতিক্রম করার আগে চিকিৎসা প্রসঙ্গে কিছু বলা যাচ্ছে না।

এমআই/এসকে 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |