ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে শাবিপ্রবির উপাচার্য যা বললেন  

সিলেট প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ১৯ জানুয়ারি ২০২২ , ১১:৩৭ এএম


loading/img
উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। ছবি : প্রতিনিধি

শাহজালাল বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের বিষয়ে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেছেন, সরকার তদন্ত কমিটি করে কোনো সুপারিশ করলে, সে অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।

বিজ্ঞাপন

বুধবার (১৯ জানুয়ারি) সকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। 

অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, প্রতিদিন শিক্ষক প্রতিনিধিরা গালিগালাজ সহ্য করে আলোচনা করার প্রস্তাব দিয়ে যাচ্ছেন। কিন্তু শিক্ষার্থীরা তা প্রত্যাখ্যান করছেন।

বিজ্ঞাপন

উপাচার্য আরও বলেন, সমস্যা সমাধানের চূড়ান্ত সময়ে এসে কারা সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি করে পুলিশকে চড়াও হতে বাধ্য করেছিল। তা তদন্তে কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

শিক্ষার্থীদের প্রতি তার ভালোবাসার কথা উল্লেখ করে উপাচার্য বলেন, শিক্ষার্থীদের সব দাবি মেনে নেওয়া হয়েছে। তাদের বিভ্রান্ত না হয়ে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার সহায়তার আহ্বান জানান তিনি। 

জিএম/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |