বিএসএফের বাধায় আবারও বন্ধ হয়ে গেল ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও সালদানদী রেলওয়ে স্টেশন নির্মাণ কাজ। শূন্য রেখার দেড় শ’ গজের ভেতর কাজ হচ্ছে এমন অজুহাতে দ্বিতীয় দফায় বন্ধ হলো কাজ। এতে ক্ষতির মুখে পড়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান ও শ্রমিকরা।
২০১৬ সালের নভেম্বরে ঢাকা-চট্টগ্রাম রেলপথের আখাউড়া থেকে লাকসাম পর্যন্ত ৪৭ কিলোমিটার সম্প্রসারিত ডুয়েলগেজ রেলপথ প্রকল্পের নির্মাণ শুরু হয়। প্রকল্পের ব্রাহ্মণবাড়িয়া অংশের ৭টি স্টেশন বিল্ডিং, স্টেশন ইয়ার্ড, ৬টি ব্রিজ, ২৫টি কালভার্ট ছাড়াও রেললাইন সম্প্রসারণের কাজ শুরু হয় তখন।
গেল বছরের মার্চে কসবা, সালদানদী ও মন্দাবাগ পয়েন্টের কাজ বিএসএফের বাধায় বন্ধ হয়ে যায়। কয়েকমাসে দু’দেশের আলোচনার পর বিষয়টির সমাধান হলে পুনরায় কাজ শুরু হয়। তবে দুই দিন না যেতেই ২৬ ডিসেম্বর সন্ধ্যায় ফের কাজ বন্ধ করে দেয় ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ।
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ উল আলম বলেন, বাধা কাটিয়ে আবারও কাজ শুরু হবে। একই সঙ্গে জটিলতা নিষ্পত্তি করে দ্রুত প্রকল্পের কাজ শেষ হবে।
জিএম/এসকে